Home জাতীয় বান্দরবানে পর্যটকবাহী জিপে সন্ত্রাসী হামলায় আহত ২

বান্দরবানে পর্যটকবাহী জিপে সন্ত্রাসী হামলায় আহত ২

by Amir Shohel

বান্দরবানের কুহালং ইউনিয়নে পর্যটকবাহী জিপে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

১৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে কুহালং ইউনিয়নের জাহাঙ্গীরবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাংঙ্গামাটি জেলার রাজস্থলী থেকে ১৬ জনের একটি পর্যটকবাহী দল জিপ গাড়ি নিয়ে বান্দরবানের রুমা উপজেলার বগালেক ঘুরতে যায়। সারাদিন বগালেক এলাকায় ঘুরে বিকেলে তারা বান্দরবান সদর হয়ে রাজস্থলী ফিরছিল। বিকেল ৫টায় জিপটি জাহাঙ্গীরবাগ এলাকায় পৌঁছালে পাহাড়ে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করে। তখন সন্ত্রাসীদের গুলিতে কেউ আহত না হলেও চাকায় গুলি লেগে গাড়িটি খাদে পড়ে যায়। এতে গাড়ির ২ জন যাত্রী আহত হন। তাদের রাজস্থলী নিয়ে যাওয়া হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ত্রাসীদের কোনো একটি দল এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পর এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

ভয়েসটিভি/এএস

You may also like