Home বিনোদন বাপ্পি লাহিড়ি- বলিউডের ‘গোল্ড ম্যান’

বাপ্পি লাহিড়ি- বলিউডের ‘গোল্ড ম্যান’

by Imtiaz Ahmed

গত কয়েকদশক ধরে ভারতীয় সিনেমার সংগীত জগতে রাজ করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি।

তার গানের জনপ্রিয়তা আকাশচুম্বী। বাপ্পি লাহিড়ির প্রথম ভালোবাসা গান হলেও তার অন্যতম প্রেম সোনার গয়না।

গয়নার প্রতি তার ভালোবাসা নজরকাড়া। যত রকমের সোনার হার পুরুষ পরতে পারে, তার সবগুলোই বাপ্পি লাহিড়ির রয়েছে। তার জুয়েলারি কালেকশন যেকোনো গয়নাপ্রেমীর কাছে ঈর্ষণীয়। তবে কেন এতো গয়না পরতে ভালোবাসেন তিনি।

১৯৫২ সালের ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পিদা। সংগীতের সঙ্গে বাপ্পির প্রেম একেবারে ছোটবেলা থেকেই।

মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শেখা শুরু করেন তিনি। ১৭ বছর বয়সে মিউজিক ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন এই মিউজিক কম্পোজার। শচীন দেব বর্মন অন্যতম ভক্ত বাপ্পি বলিউডে রক ও ডিস্কো মিউজিকের প্রবর্তক।

বাপ্পি শুধু সংগীতের মাধ্যমেই নয়, তার ঝলমলে এবং আকর্ষণীয় পোশাকও ভক্তদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। শুধু ভারতবর্ষের বাইরে বিশ্বের বহুদেশে তিনি সমান জনপ্রিয়।

১৯৭২ সালে বাংলা ছবিতে হাতেখড়ি হয় বাপ্পির, ঠিক তার পরের বছরই বলিউড যাত্রা।

তবে বাপ্পির গান নজরে আসে তাহির হুসেন পরিচালিত জখমি ছবিতে। আশির দশকে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে উত্থান বাপ্পির।

এরপর থেকে দাপটের সঙ্গে কাজ করছেন এই বাঙালি সংগীত শিল্পী। বাকিটা ইতিহাস- ডিস্কো ডান্সার, শরাবি, নমক হালাল, ডান্স ডান্সসহ একাধিক ছবিতে শ্রোতাদের মন জয় করেছেন তিনি।

সোনার প্রতি বাপ্পির অগাধ ভালোবাসার কথা কারো অজানা নয়। সোনার হারে সর্বদাই ঢেকে থাকে তাঁর গলা।

সোনার প্রতি বাপ্পি লাহিড়ির এই আকর্ষণের জন্য অনেকেই তাঁকে ‘গোল্ড ম্যান’ ও বলে থাকেন। তাঁকে যে ‘গোল্ড ম্যান’ বলা হয় সেই নিয়ে গর্বিত তিনি।

সোনায় ভাগ্য ফিরেছে বলে বিশ্বাস করা বাপ্পি জানান, ‘সোনা আমার জন্য খুব লাকি, আমার সকল সাফল্যকে ঘিরে রয়েছে এই সোনা। ফলে কোন গান হিট করলেই সঙ্গে সঙ্গে নিজের জন্য গড়িয়ে নেই নতুন সোনার হার।

বাপ্পিদার সোনার কালেকশন বিস্তর। ঈশ্বরের নামে প্রচুর সোনার চেন রয়েছে। প্রত্যেকটির সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ স্মৃতি। বালাজি, গণপতি বাপ্পা, শ্রীকৃষ্ণের লকেট যুক্ত চেনও রয়েছে বাপ্পি লাহিড়ির। বাপ্পিদা যে শুধু সোনা পরতে ভালোবাসেন তা নয়, তাঁর মনও সোনায় মোড়া।

তাই তো রিয়ালিটি শো-এর মঞ্চে কোনও উঠতি গায়কের গান ভালো লাগলে ‘গুড লাক’ জানাতে সোনার চেন উপহার দিতেও ভোলেন না তিনি।

সোনার গয়নার জন্য বিখ্যাত বলিউডের ‘গোল্ডেন ম্যান’- কে কখনই সোনার হার, ব্রেসলেট, আংটি ছাড়া দেখা যায় না। কিন্তু তিনি কেন এত সোনার গয়না পরেন, সেই রহস্য ফাঁস করলেন বাপ্পি। এ

ক সাক্ষাৎকারে বাপ্পি জানান, ‘হলিউডের বিখ্যাত গায়ক এলভিস প্রেসলি সোনার হার পরতেন। আমি প্রেসলির বড় ভক্ত ছিলাম। আমি ভাবতাম, যদি কোনওদিন সফল হই, তাহলে নিজের অন্যরকম ভাবমূর্তি গড়ে তুলব।

ঈশ্বরের আশীর্বাদে সোনার মাধ্যমে সেটা করতে পেরেছি। আগে লোকে ভাবত, আমি সবাইকে দেখানোর জন্যই সোনার গয়না পরি। কিন্তু সেটা ঠিক না। সোনা আমার কাছে পয়া। আমার কাছে ২০ লক্ষ টাকার গয়না আছে’।

স্বর্ণের গহনা ছাড়া ভারতীয় এই সংগীতশিল্পীর দেখা পাওয়া যেন এক অবাক করা ব্যাপার। এবার সত্যিই তিনি অবাক করে দিলেন ভক্তদের।

একটি গানে হলুদ রঙের সাধারণ পাঞ্জাবি, নীল কোটির সঙ্গে নীল সানগ্লাসে একেবারেই অন্য রকম দেখাচ্ছিল বাপ্পী লাহিড়ীকে।

জাঁকজমকহীন বাপ্পির গায়ে স্বর্ণ তো বহু দূরের কথা ছিল না গহনার কোন ছিটেফোঁটাও। সে গানের কথায় ‘সোনা কাহা হ্যায়, সোনা কাহা হ্যায়’ বলে তিনি খুঁজে বেড়াচ্ছেন স্বর্ণ।

ভয়েস টিভি/আইএ

You may also like