Home জাতীয় বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে হরতাল আসছে

বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে হরতাল আসছে

by Shohag Ferdaus

জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের দামের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া ২৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। যা
৮ নভেম্বর থেকে কার্যকর হবে। এর প্রতিক্রিয়ায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়ার চিন্তা-ভাবনা করছে বামধারার রাজনৈতিক দলগুলো। এ ব্যাপারে ৮ নভেম্বরই সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। আর তাদের এই হরতালে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল সমর্থন জানাতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এ বিষয়ে বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘হরতালের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সোমবার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্সূচির পর আমরা ফের আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

সিপিবি নেতা আবদুল্লাহ আল কাফী রতন জানান, সারাদেশে হরতালের পদক্ষেপ নেয়া হচ্ছে। সোমবার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্সুচির পর এ বিষয় চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, বামগণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ বলেন, ‘হরতাল কর্মসূচি দেওয়ার বিষয়টি মাথায় রয়েছে। এ নিয়ে আলোচনাও হচ্ছে। আজকের প্রোগ্রাম শেষে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নেব।’ তিনি বলেন, ‘সরকার আজ তেল ও ডিজেলের দাম বাড়িয়েছে, কাল বিদ্যুতের দাম বাড়াবে। এভাবে বসে থাকা যায় না। এর প্রতিবাদ করতে হবে।’

গণফোরাম নেতা অধ্যাপক আবু সাঈদ বলেন, ‘হরতাল আহ্বান করলে আমরা বৈঠক করে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। যৌক্তিক আন্দোলনে সমর্থন না দেয়ার তো কোনো কারণ নেই।’

অপরদিকে, বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু এখনও কোনো সিদ্ধান্তে আসেনি। তবে অন্যান্য দল হরতাল ডাকলে তাতে বিএনপির সমর্ন থাকবে কি না তা এই মুহূর্তে বলতে পারছি না। হয়তো এ বিষয়ে দলের মহাসচিব বলতে পারবেন।’

ভয়েস টিভি/এসএফ

You may also like