Home ভিডিও সংবাদ বাড়িতেই পরীক্ষা দিচ্ছে পঞ্চগড়ের স্কুল শিক্ষার্থীরা

বাড়িতেই পরীক্ষা দিচ্ছে পঞ্চগড়ের স্কুল শিক্ষার্থীরা

by Newsroom
বাড়িতেই পরীক্ষা

পঞ্চগড়: করোনা মহামারির কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ছন্দপতন হয়েছে শিক্ষা কার্যক্রম আর শিক্ষার্থীদের পড়াশোনায়। এসব শিক্ষার্থীদের মনযোগ ধরে রাখতে বাড়িতেই পরীক্ষা নেয়া শুরু করেছে পঞ্চগড়ের রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

স্কুল থেকে মডেট টেস্টের প্রশ্ন তৈরি করে খামে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন শিক্ষকরা। আর সেই প্রশ্নে সন্তানদের পরীক্ষা নিচ্ছেন মায়েরা।

জানা গেছে, করোনা ভাইরাসের কারণে স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া সম্ভব নয়। তাই পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ।

বিদ্যালয়টির কর্তৃপক্ষ জানায়, স্কুল থেকে প্রশ্ন তৈরি করে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে । আর সেই প্রশ্ন দিয়েই মায়েরা পরীক্ষা নিচ্ছেন সন্তানদের। রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৩ ঘণ্টা পরীক্ষা নেন তারা।

বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, প্রধান শিক্ষকের নির্দেশনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে বাড়িতেই মডেল টেস্ট পরীক্ষা নেয়া শুরু হয়েছে। রুটিন ও নিয়ম অনুযায়ী অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হচ্ছে। পরে প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের এই পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে।

ঘরে বসে পড়াশোনার পাশাপাশি পরীক্ষা দেয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আর এমন উদ্যোগে অভিভাবকদের মধ্যেও বেশ সাড়া পড়েছে।

ভয়েস টিভি/পঞ্চগড় প্রতিনিধি/বর্ণা/তৌহিদ/দেলোয়ার

You may also like