Home অপরাধ প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, আটক ১

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, আটক ১

by Newsroom
বিকৃত

দিনাজপুরের বিরামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পারিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুর কাদেরের বিকৃত ও ব্যঙ্গার্থক কিছু স্থির চিত্র ও ভিডিও ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি বুধবার রাতে উপজেলার কাটলা বাজারের একটি দোকান থেকে তাকে আটক করে বিরামপুর থানা পুলিশ।

আটক মনির খান (২৩) বিরামপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসামের ছেলে। তার বিরুদ্ধে হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাদী মামলা দায়ের করেন।

বাদী ফরিদুল ইসলাম জানান, ফেসবুকে হঠাৎ করে তিনি দেখতে পান যে, MD Monir Khan নামে একটি ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুর কাদেরের ছবি বিকৃত এবং ব্যঙ্গ করে পোস্ট করেছে। পরে তিনি খট্রামাধবপাড়া ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে বিরমাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, ছবি পোস্ট করার অভিযোগে ফরিদুল ইসলাম নামে একজন বাদী হয়ে বিরামপুর থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দোকান থেকে আসামি মনির খানকে আটক করা হয়।

পরে তাকে ডিজিটাল আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন : ঢাকা টাইমস সম্পাদকের পিতার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

ভয়েস টিভি/এমএইচ

You may also like