Home জাতীয় ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

by Newsroom
বিক্রম দোরাইস্বামী

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে বিক্রম দোরাইস্বামী নিয়োগ পেয়েছেন। ১৩ আগস্ট বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় বিক্রম দোরাইস্বামী এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি অল্প সময়ের মধ্যেই এ পদে যোগ দেবেন।

এদিকে রীভা গাঙ্গুলি দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন।

গত বছর ১ মার্চ ঢাকায় আসেন রীভা গাঙ্গুলি দাশ। এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/ডিএইচ

You may also like