Home জাতীয় জনস্বাস্থ্যের সেই বিজ্ঞপ্তির জন্য ক্ষমা চেয়েছেন পরিচালক

জনস্বাস্থ্যের সেই বিজ্ঞপ্তির জন্য ক্ষমা চেয়েছেন পরিচালক

by Shohag Ferdaus
জন

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জারিকৃত বিতর্কিত সেই বিজ্ঞপ্তি বাতিল কর হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পুনঃবিজ্ঞপ্তিতে আগের নির্দেশনা বাতিল করেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্র ইনস্টিটিউট কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক প্রতিষ্ঠানের মুসলিম ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের কাপড় পরা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি এতদ্বারা বাতিল করা হলো।

ডা. মুহাম্মদ আবদুর রহিম পুনবিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে বলেন, উক্ত বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংবাদটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের কাছে এই অনিচ্ছাকৃত বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করছি এবং সেই সাথে গোটা জাতির কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না।

এর আগে গত ২৮ অক্টোবর পরিচালক আবদুর রহিম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় ‘অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এ প্রসঙ্গে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে পরিচালকের ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like