Home জাতীয় বিনোদন কেন্দ্রগুলোতে নেই ঈদের আমেজ

বিনোদন কেন্দ্রগুলোতে নেই ঈদের আমেজ

by Newsroom

ভয়েস রিপোর্ট: এবার করোনার কারণে রাজধানীর বেশিরভাগ বিনোদন কেন্দ্র আগে থেকেই বন্ধ। একারণে ঈদে উপচেপড়া ভিড়ের চিরচেনা রূপ নেই। ভয় আতংকে বাইরে মানুষের ঢলও নেই। অনেকটা বিবর্ণ ঈদের আমেজ চলছে দেশজুড়ে।

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে মিরপুর জাতীয় চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, শাহবাগের জাতীয় যাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, রাজধানীর শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডসহ (শিশুমেলা) বিভিন্ন পার্ক এবং সিনেমা হল প্রায় দুই মাস থেকে সাধারণ ছুটির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটিতেও এসব কেন্দ্র খোলা হয়নি। একারণে এসব বিনোদন কেন্দ্রের নেই ঈদের সেই কোলাহল এবং আনন্দ মুখর পরিবেশ।

অন্যান্য বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় মানুষের স্রোত যেন হাতিরঝিল অভিমুখে। অনেকেই বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে হাতিরঝিলে বেড়াতে দেখা গেছে।

এদিকে, জেলা শহরের বিভিন্ন বিনোদন স্পটে মানুষের ঢল নেমেছে। তবে পার্কগুলোতে কোনো চাপ নেই।

You may also like