Home ভিডিও সংবাদ করোনার প্রভাবে বিপাকে পেয়ারা চাষীরা

করোনার প্রভাবে বিপাকে পেয়ারা চাষীরা

by Newsroom

ঝালকাঠির বিখ্যাত ভীমরুলীয়া ভাসমান হাট। সারা বছরই থাকে ক্রেতা-বিক্রেতার সমাগম। পেয়ারা ছাড়াও বিভিন্ন মৌসুমি ফল ও শাক-সবজি বিকিকিনি হয় এ হাটে। তবে এবছর করোনার প্রভাবে দেশের এই বৃহত্তম ভাসমান হাটে পাইকার আসছে কম। ফলে বিপাকে পড়েছেন পেয়ারা চাষীরা।

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভীমরুলীয়া নদীর ওপর গড়ে ওঠা ভাসমান এই হাটে পেয়ারা, আমড়া, লেবু ছাড়াও বারো মাস নিজেদের উৎপাদিত কৃষি পণ্য বেচা-কেনা করেন এই অঞ্চলের ২০ গ্রামের কৃষকরা। তবে পেয়ারার মৌসুমকে কেন্দ্র করে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত বাজারটি থাকে সরগরম। ক্রেতা-বিক্রেতা ছাড়াও দেশি-বিদেশি অসংখ্য পর্যটকে ঠাসা থাকে এ হাট।

ঝালকাঠি সদর, বানারিপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে রয়েছে প্রায় তিনশ বছরের পুরানো সুমিষ্ট দেশি পেয়ারার বাগান। চাষীরা পেয়ারা এনে এই হাটেই বিক্রি করেন। তবে এ বছর করোনার প্রভাবে পাইকার, পর্যটক নেই তেমন।

এবছর ৮০০ হেক্টরে ৯ হাজার ৬০০ মেট্রিক টন পেয়ারা উৎপাদিত হবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।

সরকারি ব্যবস্থাপনায় কৃষকদের কাছ থেকে সরাসরি খুচরা বাজারে বিক্রির সুযোগ সৃষ্টি করা গেলে তারা অনেক লাভবান হবেন বলে প্রত্যাশা চাষীদের।

ভয়েস টিভি/এসএফ

You may also like