Home অপরাধ বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত, বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত, বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

by Newsroom
বিদেশে যাচ্ছে ইয়াবা

কক্সবাজার : টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে । এ সময় ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ ১টি দেশীয় তৈরি অস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে । শনিবার রাত ১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ছুড়িখাল এমজি পোষ্ট সংলগ্ন এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকের বাসিন্দা ফেরদৌস এবং মোঃ আব্দুস ছালাম । টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান তথ্যের সত্যতা নিশ্চিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদলের সদস্যরা এই অভিযান পরিচালনা করে ।

লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন,মাদক বিরোধী অভিযানে গোলাগুলিতে দুইজন রোহিঙ্গা মাদক পাচারকারী হয়েছে। এ ঘটনায় তিনজন বিজিবির সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

ভয়েসটিভি/কক্সবাজার প্রতিনিধি/পাঠান/দেলোয়ার/

You may also like