Home জাতীয় ট্রেন থামছে বিমানবন্দর স্টেশনে

ট্রেন থামছে বিমানবন্দর স্টেশনে

by Shohag Ferdaus
বিমানবন্দর স্টেশনে

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে টানা ৬৬ দিন রেল যোগাযোগ বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে চালু হয়। তবে বিমানবন্দর স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি বন্ধ রাখা হয়। প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকর পর এবার ঢাকার বিমানবন্দর রেলস্টেশন খুলে দেয়া হয়েছে।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে সব ট্রেন যাত্রাবিরতি দিচ্ছে এ স্টেশনে। ফলে এখন থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই স্টেশনে যাত্রী ওঠা-নামা করতে পারবেন।

এছাড়াও জয়দেবপুর ও নরসিংদী স্টেশনও খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এই তিন স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেন যাত্রাবিরতি দিচ্ছে।

ঢাকার রেল কন্ট্রোল রুম থেকে জানা গেছে, ঢাকা বিমানবন্দর স্টেশনে সকাল থেকে পাঁচটি ট্রেন এখন পর্যন্ত যাত্রাবিরতি দিয়েছে। যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে গত ২৬ মার্চ থেকে বন্ধ করে দেয়া হয় ট্রেন চলাচল। দুই মাস পর ৩১ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চালু করা হলেও বিমানবন্দর স্টেশন খুলে দেয়া হয়নি।

ভয়েস টিভি/এসএফ

You may also like