Home জাতীয় কঙ্গোর বিমানবন্দর সুরক্ষার দায়িত্বে বাংলাদেশের নারী পুলিশ

কঙ্গোর বিমানবন্দর সুরক্ষার দায়িত্বে বাংলাদেশের নারী পুলিশ

by Shohag Ferdaus
সুরক্ষার দায়িত্বে

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় বাংলাদেশের নারী পুলিশ সদস্যরা কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন। ২ অক্টোবর শুক্রবার পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত ওই বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। বিমানবন্দরটির সুরক্ষা দিতে পেরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা অত্যন্ত গর্বিত।

মনুস্কো বিমানবন্দরটি বাংলাদেশ থেকে ৮ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। বিমানবন্দরটির নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন-১৪-এর নারী শান্তিরক্ষীরা।

রোটেশনের কমান্ডার বাংলাদেশ পুলিশের মেরিনা আক্তার বলেন, ‘আমরা শুধু দেশের মাটিতেই নয়, বিদেশে জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদা ও গর্বের সঙ্গে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।’

মেরিনা আক্তার আরও বলেন, ‘কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিত করা নিশ্চয়ই আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। আমরা অত্যন্ত আশাবাদী, বরাবরের মতো এবারও আমরা সফল হব। জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসীর জন্য শান্তির অভিপ্রায়ে কাজ করে চলছি নিরন্তর।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তিরক্ষার পাশাপাশি বিদেশ-বিভুঁইয়ে সংঘাতময় দেশগুলোতে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের এই অভিযাত্রা কঙ্গোবাসীর মনে জাগিয়েছে নতুন আশা।

ভয়েস টিভি/এসএফ

You may also like