Home অর্থনীতি বিমানের অব্যবহৃত টিকিটে ২০২১ সালের মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে

বিমানের অব্যবহৃত টিকিটে ২০২১ সালের মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে

by Newsroom

ভয়েস ডেস্ক: কোভিড-১৯ রোগের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অব্যবহৃত টিকিটে ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে। তবে কেউ যদি ভ্রমণ না করতে চান, তাহলে টিকিট টাকা ফেরত নিতে পারবেন।
বুধবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ কথা জানান। তিনি বলেন, যাত্রীরা ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত কোনো প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন অথবা এ সময়ের মধ্যে মূল্য ফেরত নিতে পারবেন।
করোনাভাইরাসের কারণে জানুয়ারি থেকে যাত্রী কমতে থাকে বিমানের। ফেব্রুয়ারি থেকে ফ্লাইট সংখ্যাও কমে যায়। এর পর মার্চ মাসে বিভিন্ন আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান। ২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট পরিচালনার পর আর ডানা মেলেনি বিমান। গত এপ্রিল থেকে বেশ কিছু চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

You may also like