Home ভিডিও সংবাদ মানুষ ও জ্বিনদের গতিবিধির ওপর নজর রাখে বিড়াল!

মানুষ ও জ্বিনদের গতিবিধির ওপর নজর রাখে বিড়াল!

by Newsroom

আপনি যখন আপনার পোষা বিড়ালটি নিয়ে কোলে বসিয়ে আদর করছেন। তখন একসময় আপনি যখন বিড়ালটিকে রেখে পাশের ঘরে চলে গেলেন। ঠিক সেই সময় আপনার বিড়াল কী ভাবছে জানেন?

চোখের আড়াল হলেই বিড়াল নাকি মানুষের গতিবিধি নিয়ে চিন্তা করে। কোথায় গেলেন, কী করলেন সবকিছুই ভাবতে থাকে আপনার বিড়াল। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এক অদ্ভুত বিষয় জানা গেছে।

প্রাণীরা সাধারণত দলের অন্যান্য সদস্য চোখের আড়াল হলে তাদের সম্ভাব্য অবস্থান নিয়ে চিন্তা করে। বিষয়টিকে বলা হয় সোশিও-স্পেশিয়াল কগনিশন বা সামাজিক-স্থানিক ধারণা।

আরও পড়ুন : কাবুলের কুকুর-বিড়াল-গাধার জন্য বিশেষ বিমান

পারিপার্শ্বিক শব্দ থেকে তারা অন্যদের অবস্থান অনুমান করে। তবে, বিড়ালের মধ্যে এই ক্ষমতা কতটুকু উন্নত তা পরিষ্কার নয়। তা বিস্তারিত জানতে জাপানের বিজ্ঞানীরা একটি গবেষণা পরিচালনা করে।

কয়েক ডজন পোষা বিড়ালের ওপর এই গবেষণা পরিচালনা করেন কিয়টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিড়ালগুলোকে তারা একটি পরিচিত ঘরে রাখেন। সেখানে একটি ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার স্থাপন করা হয়। অন্যদিকে, ঘরের বাইরে স্থাপন করা হয় আরেকটি স্পিকার।

এরপর বিড়ালের সোশিও-স্পেশিয়াল দক্ষতা বোঝার জন্য শব্দ ও অবস্থান নিয়ে বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়। নিজেদের প্রতিপালনকারীর কণ্ঠ শুনে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখায় বিড়ালরা।

গবেষণায় বলা হয়, প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিড়ালগুলো চমকে যায়, যেন তাদের মালিক হুট করেই নতুন কোনো অচেনা জায়গায় হারিয়ে গেছে। তবে, স্পিকারে অন্যান্য বিড়ালের পরিচিত আওয়াজ কিংবা ইলেকট্রনিক বাজনাতে বিড়াল একই রকম প্রতিক্রিয়া দেখায়নি বলেও গবেষণায় উল্লেখ করা হয়।

এখান থেকে অনুমান করা যায় যে, বিড়ালরা তাদের মালিকদের দেখতে না পেলেও একটি মানসিক প্রতিচ্ছবি তৈরি করে এবং কণ্ঠ শুনে তারা কোথায় অবস্থান করছে তা নির্ণয় করে। এখান থেকেই তাদের সোশিও-স্পেশিয়াল কগনিশনের গবেষণায় প্রমাণ মিলে।

তবে বিড়ালরা মালিকের অজানা অবস্থানের কারণে নাকি সম্ভাব্য জায়গায় তাদের দেখতে তা পেয়ে এই প্রতিক্রিয়া দেখায় তা এখনও নিশ্চিত নয় বলে জানান গবেষকরা। বাইরের জগৎ নিয়ে কল্পনা করতে পারাটা জটিল চিন্তা প্রক্রিয়ার অন্যতম একটি উপাদান। এছাড়া এটি অবধারণগত ক্ষমতারও মৌলিক অনুষঙ্গ গবেষণায় বলা হয়।

ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে এ সম্পর্কে আরও বিশদভাবে জানা যাবে বলে জানিয়েছেন গবেষকরা। তবে, এখন পর্যন্ত এতটুকু জানা যায়, বিড়াল আমাদের গতিবিধি অনুসরণ করে।

আরও পড়ুন : হোয়াইট হাউসের যত পোষা প্রাণী

You may also like