Home ভিডিও সংবাদ কুড়িগ্রামে ভাসমান ও কমিউনিটি পদ্ধতিতে বীজতলা তৈরি

কুড়িগ্রামে ভাসমান ও কমিউনিটি পদ্ধতিতে বীজতলা তৈরি

by Newsroom
বীজতলা

কুড়িগ্রাম: তিন দফা বন্যায় কুড়িগ্রামে আমন বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে । কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পর জমি চাষ, বীজ সংগ্রহ ও বুনতে বাড়তি টাকা খরচে দিশেহারা হয়ে পড়ে কৃষকরা। এসময় তাদের মুখে হাসি ফুটিয়েছে কমিউনিটি, ভাসমান ও বাড়িতে প্লেট পদ্ধতিতে তৈরি বীজতলা।

সরকারি প্রণোদনায় ইউনিয়ন পর্যায়ে এসব বীজ বিনামূল্যে পেয়ে নতুন উদ্যোমে মাঠে নেমেছে কৃষকরা।

জানা গেছে, চলতি বছর দীর্ঘস্থায়ী বন্যায় কুড়িগ্রামে ১৭ হাজার হেক্টর জমির ফসল নস্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয় কমপক্ষে ১ লাখ ৩৫ হাজার কৃষক। সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ ১৪০ কোটি টাকা। তাই আমন বীজের কমাতে সরকারিভাবে ১০৫টি কমিউনিটি বীজতলা, ১১২টি প্লেট বীজতলা এবং শতাধিক ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। এজন্য ২০ হাজার ৯২২ বিঘা জমিতে আমন চাষের জন্য বিনামূল্যে বীজ পাচ্ছে ২১ হাজার কৃষক ।

এবার এ জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার হেক্টর জমি। এদিকে বাড়ির উঠোনে উঁচু জায়গায় প্লেট পদ্ধতিতে আমনের চারা রোপণের অভিজ্ঞতা অর্জন করতে পেরে খুশি কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান ভয়েস টিভিকে জানান, আমন আবাদ যাতে ব্যহত না হয় সেজন্য বন্যার পরে হাতে নেয়া হয়েছে কৃষি পূনর্বাসন কার্যক্রম। বিনামূল্যে বিতরণ করা হচ্ছে কৃষকদের বীজতলাও।

সরকারি প্রণোদনার এসব বীজ কৃষকদের আশা জাগানোর পাশাপাশি নতুনভাবে উজ্জীবিত করেছে বলে জানান স্থানীয়রা।

ভয়েস টিভি/টিআর

You may also like