Home ভিডিও সংবাদ বুড়িমারী স্থলবন্দর বন্ধ করে চালকদের বিক্ষোভ

বুড়িমারী স্থলবন্দর বন্ধ করে চালকদের বিক্ষোভ

by Newsroom
বুড়িমারী

লালমনিরহাট: বন্দরের পার্কিং চার্জ দ্বিগুনের প্রতিবাদে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে হঠাৎ করে বন্দরের গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করে তারা।

বিক্ষোভকারীরা জানান, দেশের অন্যতম স্থলবন্দরে পন্য লোড-আনলোড করতে গাড়ি প্রতি ১৬০ টাকা করে দিতে হতো।

কিন্তু পুর্ব ঘোষণা ছাড়াই ৪শত টাকা দাবি করে আদায় শুরু করে বন্দর কর্তৃপক্ষ। পরে ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা জোটবদ্ধ হয়ে আমদানি রফতানি বন্ধ করে বন্দরের গেটে বিক্ষোভ প্রদর্শন করেন।

চার্জ বাড়ানোর বিষয়টি অস্বীকার করে বুড়িমারী স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক শাহীন আলম বলেন, চালকরা পন্য উঠা-নামা করতে বিলম্ব করে। এ নিয়ে একটু ঝামেলা হয়েছে। যা মিটানোর চেষ্টা করা হচ্ছে। কোন প্রকার চার্জ বাড়ানো হয়নি ।

ভয়েস টিভি/টিআর

You may also like