Home ভিডিও সংবাদ বেড়েছে মশার উপদ্রব, ডেঙ্গুর আতঙ্ক

বেড়েছে মশার উপদ্রব, ডেঙ্গুর আতঙ্ক

by Amir Shohel
ডেঙ্গুর আতঙ্ক

গাইবান্ধায় করোনা আতংকের সঙ্গে যোগ হয়েছে মশার উপদ্রব। এতে বেড়েছে ডেঙ্গু আতংক। ড্রেন-ডোবা, আবর্জনার স্তুপ ও অপরিচ্ছন্নতার কারণে এসব মশার জন্ম হচ্ছে বলে দাবি সাধারণ মানুষের। তবে পৌর মেয়র জানিয়েছে, মশা নিধনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বর্ষা আসায় বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা, নালা-নর্দমা, অপরিচ্ছন্ন-নোংরা পরিবেশ, থাকার কারণেই এসব মশার বংশবিস্তার ঘটছে।

এলাকাবাসীর আভিযোগ, রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার না করায় মশার উপদ্রব বেড়েছে। এতে ডেঙ্গু রোগের আশংকা করছে স্থানীয় বাসিন্দারা।

এদিকে, শহরবাসীকে নিজ বাড়িঘর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বলেন, নিয়মিত ওষুধ দেওয়ার পাশাপাশি শহর পরিচ্ছন্ন রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সম্পাদনা : সাম্মা/আমির

You may also like