Home ভিডিও সংবাদ ব্যস্ততা বেড়েছে নৌকার কারিগরদের

ব্যস্ততা বেড়েছে নৌকার কারিগরদের

by Amir Shohel

সাতক্ষীরা : বৃষ্টি ও জোয়ারের তীব্র স্রোতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার অর্ধশতাধিক গ্রাম। এতে ব্যাহত হচ্ছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা। তাই অন্য কোনো যানবাহন না চলায় নৌকাকেই চলাচলের একমাত্র ব্যবস্থা হিসেবে বেছে নিয়েছে স্থানীয়রা।এতে আগের চেয়ে ব্যস্ততা বেড়েছে নৌকার কারিগরদের। প্রতিদিনই প্লাবিত এলাকা থেকে লোকজন নৌকা কিনতে আসছেন।

জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের অর্ধশত গ্রাম তলিয়ে গেছে বন্যায়। কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে পুরো ইউনিয়ন। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। বিচ্ছিন্ন হয়ে গেছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে উপকূলীয় এলাকায় বেড়েছে নৌকার চাহিদা। তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন নৌকার কারিগররা। নৌকা তৈরীর কাজে নিয়োজিত রয়েছে পাঁচটি দোকানের অর্ধশত শ্রমিক।

সাতক্ষীরা বিসিক শিল্প নগরী গৌরব কুমার দাস জানান, সরকারি বা বেসরকারি কোন সহায়তা না পেলেও এখন বিসিক কর্তৃপক্ষ নৌকার কারিগরদের সহায়তা করবে।

জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল আশ্বাস দিয়ে বলেন, বাঁধ নির্মাণের মাধ্যমে সরকার জনগণের দুঃখ লাঘবে পাশে থাকবে।

ভয়েসটিভি/এএস

You may also like