Home অপরাধ রুপার ব্যাংক হিসাব জানতে চেয়ে ৫৬ ব্যাংকে চিঠি

রুপার ব্যাংক হিসাব জানতে চেয়ে ৫৬ ব্যাংকে চিঠি

by Newsroom
ব্যাংক হিসাব

ঠিকাদার জি কে শামীমসহ একাধিক আসামির জামিন করিয়ে দিতে অর্থ লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার ব্যাংক হিসাব জানতে চেয়ে দেশের ৫৬ টি ব্যাংকে চিঠি দেয়া হয়েছে।

১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এ চিঠি পৌঁছানো হয়।

দুদকের জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংক হিসাব -এর জন্যে  চিঠিতে রুপার চলতি ও সঞ্চয়ী হিসাব, ডেবিট ও ক্রেডিট কার্ড, এফডিআরসহ যাবতীয় হিসাবের নথিপত্র চাওয়া হয়েছে।

এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এবারের তলবি নোটিশে তাকে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্রসহ ২০২১ সালের ২৭ জানুয়ারি সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর রুপাকে চিঠি দেয় দুদক। সেই চিঠিতে তাকে ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছিল।

কিন্তু করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থাকায় ৪ নভেম্বর দুদকে হাজির হননি রুপা।

আরও পড়ুন- কমেছে সোনা-রুপার দাম

ভয়েস টিভি/ডিএইচ

 

You may also like