Home ভিডিও সংবাদ শেষ মুহূর্তে জমে উঠেছে ব্লাক বেঙ্গল ছাগলের হাট

শেষ মুহূর্তে জমে উঠেছে ব্লাক বেঙ্গল ছাগলের হাট

by Amir Shohel

মেহেরপুর : কোরবানির ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে মেহেরপুরের ঐতিহ্যবাহী ব্লাক বেঙ্গল ছাগলের হাট। তবে ভিড় থাকলেও হাসি নেই বিক্রেতাদের মুখে। সেই সঙ্গে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ।

জানা যায়, মেহেরপুরে কোরবানি মানেই ব্লাক বেঙ্গল ছাগল। এবছর জেলায় কোরবানি উপেযোগী ছাগল প্রস্তুত আছে ৬৮ হাজার ৪৪৪টি। তবে জেলায় চাহিদা রয়েছে ৪৬ হাজার ৬৭০টি ছাগলের। শেষ মুহূর্তে ছাগলের হাটে ভিড় বেড়েছে। তবে বিক্রেতারা বলছেন, করোনার কারণে এবার ছাগলের দাম গত বছরের তুলনায় অনেক কম। দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা সুবিধামত দামে ছাগল কিনতে পেরে এবার বেশ খুশি।

এদিকে, ইজারাদাররাও বলছেন, হাটে উল্লেখযোগ্য সংখ্যক ছাগল আমদানী হয়েছে। তবে ক্রেতা-বিক্রেতা বেশি থাকায় স্বাস্থ্যবিধি কেউই মানছেন না। হাটে যেন অসুস্থ্য ছাগল না উঠে সেজন্য তদারকী করছে প্রাণী সম্পদ অফিসের মেডিকেল টিম।

ছাগলের দামে কম হওয়ায় ক্রেতারা খুশি হলেও বেকায়দায় খামারী ও বিক্রেতারা। আর অন্যদিকে হাটে লোক সমাগম বেশি হওয়ায় করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে।

ভয়েসটিভি/মেহেরপুর প্রতিনিধি/এএস

You may also like