Home জাতীয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশ

by Shohag Ferdaus
বিক্ষোভে উত্তাল দেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং ভাস্কর্য নিয়ে এক শ্রেণির আলেমের বিরুদ্ধাচরণের প্রতিবাদের বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশ। সারাদেশে আজ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ ডিসেম্বর ভয়েস টেলিভিশনের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফরিদপুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গর্জে উঠেছে ফরিদপুরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ সকালে প্রতিরোধ পদযাত্রা ও সমাবেশ করেছে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসনসহ সরকারের বিভিন্ন দফতর। এছাড়াও ফরিদপুর চেম্বারের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম, সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান, বিসিএস শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক মোশার্রফ আলী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা, রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, কালেক্টরেট ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কাজল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আফসানা শান্তা, আইবিইবি’র সভাপতি ড. মিজানুর রহমান।

পাবনা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারাদেশের ন্যায় প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা জেলা প্রশাসন।

বিক্ষোভে উত্তাল দেশ

শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রুস্তম আলী উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুর ও চিলমারীতে পৃথক কর্মসূচি পালিত হয়েছে।

উলিপুরে প্রতীকি অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলায় কমরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এদিন বেলা ১১টায় বিজয় মঞ্চ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এ কর্মষূচি পালন করে তারা।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুর-এ- জান্নাত রুমি, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তারিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা।

এদিকে একই দাবিতে জেলার চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহের নেতৃত্বে মৌন মিছিল হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার লুৎফর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবু সালেহ, মৎস অফিসার বদিউজ্জামান রানা, সহকারী প্রোগ্রামার মাহমুদুল হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক কামরুল আহসান মিজান, আনিছুর রহমান প্রমুখ।

ফেনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনী জেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সমাবেশ করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে নির্মিত স্মৃতিসৌধের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমানের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মো. মঞ্জুরুল ইসলাম, ফেনীর সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দিগন্ত।

শেরপুর (ঝিনাইগাতী)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রুবেল মাহমুদ।

এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোস্তম আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ হাসান।

দিনাজপুর (হিলি)

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ স্লোগানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের বিরুদ্ধে দিনাজপুরের হিলিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক সমিতি জামালপুর জেলা শাখা।

বিক্ষোভে উত্তাল দেশ

শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য সহকারীদের সভাপতি তরফদার আরিফুর রহমান, স্বাস্থ্য সহকারী শাহানম, মিজানুর রহমান, সরোয়ার জাহান, আবু বক্কর সিদ্দিক, তাহেরুল ইসলাম, মতিয়র রহমান, আব্দুর নূর, কামরুল হাসান, জুয়েল আল মামুন।

নেত্রকোনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের আহ্বানে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা শহরের মুক্তারপাড়া এলাকায় নেত্রকোনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ মানব্বন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি এএইচআর খান পাঠান শাকি, সংগঠনের নেতা দেব শংকর সাহা রায় দেবু, ব্যবসায়ী উজ্জ্বল সাহা, অধ্যাপক রঞ্জিত সাহা।

নীলফামারী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

বিক্ষোভে উত্তাল দেশ

চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরহানুল হকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

এছাড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সাহিদ মাহমুদ, চেম্বারের পরিচালক শামসুল হক ও মফিজার রহমান, চেম্বারের সাবেক সভাপতি সফিকুল আলম ডাবলু বক্তব্য দেন এতে।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

এতে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক (জেলা জজ) মাহবুবার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।

এছাড়া নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগও একই দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেবুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. আবু হেনা মোস্তফা কামাল এতে বক্তব্য দেন।

জয়পুরহাট

জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এফবিসিসিআই’র নেতৃত্বে জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব, সহ-সভাপতি মাহবুবুর আলম, সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, বেলায়েত হোসেন লেবু, পরিচালক ও ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, আজম আলী মন্ডল, এহসানুজ্জামান নাজমুল ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ মোল্লা।

নড়াইল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে নড়াইলে সরকারি কর্মকর্তা ফোরামের আয়োজনে প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় বঙ্গবন্ধু মঞ্চে এ প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), চিফ জুডিশিয়্যাল ম্যজিস্ট্রেট মেহেদী আল মাসুদ, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মাহাবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মশিউর রহমান বাবুসহ অনেকে এ কর্মসূচিতে অংশ নেন।

ভোলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ভোলায় সমাবেশ করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শহরের বাংলা স্কুল মাঠের ভাষানী মঞ্চে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে উত্তাল দেশ

সমাবেশে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা ও দায়েরা জজ ড. এবিএম মাহামুদুল হক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরিফউদ্দিন আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম বক্তব্য রাখেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৪ : স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

ভয়েস টিভি/এসএফ

You may also like