Home জাতীয় দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত

দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত

by Shohag Ferdaus
সংক্রমণ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) শনাক্ত হয়েছে। ৮ মে শনিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) এ তথ্য জানিয়েছে।

এদিকে, একদিনে চার হাজার মৃত্যুর ভয়াবহ মাইলফলকও ছুঁয়েছে ভারত। গত শুক্রবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

শনিবার সরকারি সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত চারজন রোগীর শরীরে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে।

করোনার ‘ডাবল মিউট্যান্ট’ ভারতীয় ধরন বিশ্বের কমপক্ষে ১৭টি দেশে ছড়িয়েছে বলে কয়েক দিন আগে জানিয়েছিল বিশ্বে স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। এবার অতি সংক্রামক ধরনটির বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি জানালো আইইডিসিআর।

ডব্লিউএইচও জানায়, করোনার বি.১.৬১৭ ধরনটি প্রথমে ভারতে শনাক্ত হয়। তবে এ ধরন ভারত ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকেও ছড়িয়েছে বলে জানিয়েছে।

ডব্লিউএইচও বলছে, ভারতে করোনার অন্যান্য যে ধরন রয়েছে তার চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। ফলে দেশটিতে প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ খুব দ্রুত ঘটছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like