Home জাতীয় ভাস্কর্য ইস্যুতে শীর্ষ আলেমদের ৫ দফা প্রস্তাব

ভাস্কর্য ইস্যুতে শীর্ষ আলেমদের ৫ দফা প্রস্তাব

by Newsroom

রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে ৫ দফা প্রস্তাব দিয়েছেন দেশের কওমি মাদ্রাসার শীর্ষ আলেমরা। এ ছাড়া, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের পরিবর্তে আল্লাহর নাম খচিত ‘মুজিব মিনার’ নির্মাণেরও প্রস্তাব দেন।

এছাড়া সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেরও আহ্বান জানিয়েছেন তারা।

৫ নভেম্বর, শনিবার দুপুরে কওমিভিত্তিক নেতারা রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় ভাস্কর্য নিয়ে দেশের চলমান অস্থিরতা ও জাতীয় সংকট নিয়ে করণীয় শীর্ষক এক বৈঠকে বসেন। ওই বৈঠকে এসব প্রস্তাব করা হয়।

প্রস্তাবগুলো হলো:

১. ভাস্কর্য যে উদ্দেশ্যে তৈরি হোক, তা ইসলামে নিষিদ্ধ। তাই ভাস্কর্য তৈরি না করে ৯২ ভাগ মানুষের বিশ্বাসের আলোকে কুরআন সুন্নাহ সমর্থিত বিকল্প পথ বের করতে হবে।

২. বিশ্বনবীর (সা.) অবমাননাকর আচরণের ওপর কঠোর নজরদারিসহ দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে হবে।

৩. ইতোপূর্বে গ্রেপ্তার আলেমদের মুক্তি দিতে হবে।

৪. ওয়াজ মাহফিলে মাইক ও লাউড স্পিকার ব্যবহারের অনুমতি দিতে হবে।

৫. উসকানিমূলক ও অবমাননাকর মন্তব্য কঠোরভাবে নজরদারি করতে হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাহমুদুল হাসান।

আরও পড়ুন:আলেমদের উদ্দেশে যা বললেন জাফরুল্লাহ

বৈঠক শেষে বেফাকের মহাসচিব মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, বৈঠকে অংশ নেওয়া সবার মতামতের ভিত্তিতে ৫টি প্রস্তাব গৃহীত হয়েছে। এসব প্রস্তাব স্মারকলিপি আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। একইসঙ্গে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেবে।

আরও পড়ুন:‘ইসলাম শান্তির কথা বলে, অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে’

মাহফুজুল হক আরও বলেন, ‘আমাদের প্রস্তাব আল্লাহর ৯৯ নাম খচিত মুজিব মিনার নির্মাণ করা হোক।’

ভয়েস টিভি/টিআর

You may also like