Home ভিডিও সংবাদ তিন বছরেই ভিয়েতনামী নারিকেল

তিন বছরেই ভিয়েতনামী নারিকেল

by Newsroom

ঝালকাঠি : মাত্র তিন বছর আগে ভিয়েতনামের খাটো জাতের নারকেলের চারা রোপন করা হয় ঝালকাঠির সদর উপজেলার কৃত্তিপাশা এক বাগানে। এরইমধ্যে বাগানের গাছগুলোতে ধরতে শুরু করেছে ডাব।
আগামী ৬ মাসের মধ্যে এসব ডাব নারকেলে পরিণত হলে বাণিজ্যিকভাবে বাজরজাতের আশা উদ্যোক্তা মাহফুজুর রহমানের।
মাহফুজুর রহমান কৃষি বিভাগ থেকে চারা সংগ্রহ করে ২০১৭ সালে তার ভিয়েতনামী খাটো জাতের নারিকেলের চারা রোপণ করেন।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত এ উদ্যোক্তার বাগানে মাত্র তিন বছরের মধ্যেই উচ্চফলনশীল এসব গাছে ডাব ধরছে। কয়েক মাসের মধ্যেই এসব ডাব নারিকেলে পরিণত হবে। প্রতিটি গাছ থেকে কমপক্ষে ৩’শটি করে নারকেল পাওয়া আশা ক এই উদ্যোক্তার।

এই বাগানে কাজ করছে বেশ কয়েকজন। মাহফুজের সাফল্যে খুশি স্থানীয়রাও। এমন বাগান আরও গড়ে উঠবে আশা করছেন তারা।

ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রিফাত সিকদার ভয়েস টিভিকে জানান, নারিকেল বাগানটিকে মাতৃবাগান হিসেবে গড়ে তোলার জন্যে সব ধরণের সহযোগিতা থাকবে।

এধরণের উচ্চ ফলনশীল গাছ বিভিন্নস্থানে রোপণ করলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও নারিকেল রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভয়েস টিভি/ঝালকাঠি প্রতিনিধি/বর্না/দেলোয়ার

You may also like