Home জাতীয় রাজধানীতে ভুয়া ডিবি আটক

রাজধানীতে ভুয়া ডিবি আটক

by Newsroom
ভুয়া

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে হাতকড়াসহ এক ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে র‌্যাব। ১১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান এর সত্যতা নিশ্চিত করেন।

আটক সাজিদ সরকার ওরফে ইমন (৩১) ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি টিম রাজধানীর কামরাঙ্গীরচর থানার নয়াগাঁওয়ে বাদশা মিয়া হাইস্কুল এলাকায় অভিযান চালায়। অভিযানে ডিবির সহকারী পুলিশ কমিশনার পরিচয় দানকারী এক প্রতারককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক জোড়া হাতকড়া, একটি মোবাইল ও নগদ ২৬০ টাকা জব্দ করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তিনি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন যাবত নিজেকে ডিবির সহকারী পুলিশ সুপার হিসেবে ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে আসছিলেন।

এছাড়া প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎসহ বিবাহের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় সুন্দরী মেয়েদের তথ্য সংগ্রহ করে আসছিলেন। আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

আরও পড়ুন : ‘আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেফতার

ভয়েস টিভি/এমএইচ

You may also like