Home জাতীয় সাহারা খাতুনের আসনে ভোট আজ

সাহারা খাতুনের আসনে ভোট আজ

by Shohag Ferdaus
উপ-নির্বাচনে

আজ ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

গত ৯ জুলাই এ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর এবং খিলক্ষেত থানা নিয়ে গঠিত এই আসনের নিবন্ধিত ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪টি ওয়ার্ডের আওতাধীন এই আসনে এবার ভোটকেন্দ্র থাকছে মোট ২১৭টি। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি।

উপনির্বাচনে সংসদ সদস্য হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। এরা হলেন- ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব রহমান, বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, গণফ্রন্ট প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহিবুল্ল বাহার।

নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে ১৩ নভেম্বর পর্যন্ত ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ নভেম্বর পর্যন্ত দুই জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটও নিয়োজিত করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like