Home ভিডিও সংবাদ ইলিশে ভরপুর ভোলার মাছের আড়ৎ

ইলিশে ভরপুর ভোলার মাছের আড়ৎ

by Newsroom
ভোলার

ভোলা: ভোলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতেই সরগরম হয়ে উঠেছে মাছের আড়ৎ। ইলিশের ভরা মৌসুমে কাঙ্খিত পরিমান মাছ পাওয়ায় সন্তুষ্ট জেলেরা। বিগত দিনের লোকসান পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী তারা।

ভোলার জেলেরা জানান, মৌসুম শুরু হলেও এতোদিন নদীতে ইলিশ না পেয়ে হতাশায় দিন কাটছিল তাদেরর। এখন পাল্টে গেছে সেই দিনগুলো। ব্যস্ততাও বেড়েছে তাদের। গত দু’দিন ধরে নদীতে ইলিশ ধরা পড়তে শুরু করেছে। মাছের আড়ৎগুলোও সরগরম হয়ে উঠেছে।

করোনা মহামারির দাপটে কষ্টে দিন কাটলেও এখন তারা ঘুরে দাঁড়াতে দিন-রাত মাছ ধরছেন। হাঁসিও ফুটেছে জেলেদের মুখে।

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানায়, ভরা মৌসুমে ইলিশের পরিমান আরো বাড়বে।

জেলার চাহিদা মিটিয়ে প্রতি বছরই ভোলার ইলিশ ঢাকা এবং বরিশালের পাইকারী বাজারে বিক্রি হয়। ন্যায্য দাম পেলে কোন সংকট থাকবে না বলে মনে করছেন স্থানীয়রা।

ভয়েস টিভি/টিআর

You may also like