Home ভিডিও সংবাদ ভোলায় এখনও জমে উঠেনি পশুরহাট

ভোলায় এখনও জমে উঠেনি পশুরহাট

by Amir Shohel

ভোলা : ভোলায় এখনো কোরবানির পশুরহাট জমে উঠেনি। গরু নিয়ে এবার বিপাকে পড়েছেন বিক্রেতারা। গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা স্বাভাবিক থাকলেও করোনার কারণে হাট জমতে দেরি হচ্ছে। এতে লোকসানের আশংকা করছে অনেকে।

এদিকে, কয়েকটি হাটে ক্রেতা-বিক্রেতার সমাগম থাকলেও কেউ মানছে না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

বিক্রেতারা জানান, গত বছরের এমন দিনেও জমজমাট ছিলো ভোলার প্রত্যেকটি পশুর হাট। কিন্তু এ বছর করোনার কারণে হাটগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। জেলার বড় বড় হাটে দেশী গরু উঠলেও নেই বেচাকেনা। ঈদ যতই ঘনিয়ে আসছে তাদের ততই হতাশা বাড়ছে।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, বেশ কিছু হাটে বিক্রেতারা আসলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। এছাড়া হাটে চাঁদাবাজি বন্ধে পুলিশের টহল জোরদার রয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, এ বছর জেলায় ৯৩টি পয়েন্টে পশুরহাট বসেছে। গত বছর বসেছিলো ৭৩টি। সামাজিক দূরত্ব নিশ্চিতে হাটগুলোতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

 

ভয়েসটিভি/প্রতিনিধি/এএস

You may also like