Home জাতীয় গ্লোবের ভ্যাকসিন নেবে নেপাল

গ্লোবের ভ্যাকসিন নেবে নেপাল

by Newsroom
করোনা প্রতিরোধে

বাংলাদেশের গ্লোব বায়োটেকের ব্যানকোভিড ভ্যাকসিন নিতে সমঝোতা চুক্তি করেছে নেপাল। ২২ অক্টোবর বৃহস্পতিবার তেজগাঁওয়ে গ্লোবের করপোরেট অফিসে নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র ও গ্লোবের চেয়ারম্যান হারুনুর রশীদের মধ্যে এক সমঝোতা হয়।

গ্লোবের চেয়ারম্যান বলেন, নেপালের আনমোল ফার্মাসিক্যালের সঙ্গে বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ব্যানকোভিডের দুই মিলিয়ন ডোজ ক্রয়ের সমঝোতা হয়েছে। আগ্রহী আরো একটি দেশ ২০ মিলিয়ন ডোজ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

এটি সফল হলে বাংলাদেশের চাহিদা মেটানোর পরই বিভিন্ন দেশে রফতানি করা হবে। ভ্যাকসিনের দাম প্রায় সাড়ে তিন হাজার টাকা হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে তিনি আগ্রহী অন্য দেশের নাম বলেননি।

নেপালের অ্যাম্বাসেডর ডা. বনশ্রীধর মিশ্রা বলেন, আমরা এই ভ্যাক্সিন নিতে আগ্রহী। সফল হলে সরকারিভাবে ক্রয় করা হবে। বাংলাদেশ সরকার চাইলে ক্লিনিক্যাল ট্রায়েলেও অংশগ্রহণ করবে নেপাল।

আরও পড়ুন: ডব্লিউএইচও’র তালিকাভুক্ত হলো বাংলাদেশি ভ্যাকসিন

গ্লোব বায়োটেকের প্রধান বলেন, বাংলাদেশকে সন্তুষ্ট করেই আমদানি হবে ব্যানকোভিড। দামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অন্য ভ্যাকসিনের চেয়ে তা তুলনামূলক কম হবে। শিগগিরই মানবদেহে প্রয়োগের অনুমতির জন্যে সিআরও এর মাধ্যমে বিএমআরসিতে আবেদন জমা দেয়া হবে বলে জানান তিনি।

গত ৫ অক্টোবর গ্লোব জানায়, গ্লোব সফলভাবে প্রাণিদেহে তাদের ট্রায়াল সম্পন্ন করেছে। এখন হিউম্যান ট্রায়ালে যাওয়ার জন্য প্রস্তুত। সব ঠিকঠাক থাকলে এবং সরকারের সার্বিক সহযোগিতা পেলে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে ভ্যাকসিন চলে আসবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like