Home জাতীয় মন্ত্রিসভার বৈঠক বসছে এক মাস পর

মন্ত্রিসভার বৈঠক বসছে এক মাস পর

by Amir Shohel

সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মন্ত্রিসভার বৈঠক এক মাস পর বসছে।

৪ অক্টোবর সোমবার সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। করোনা মহামারির কারণে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যুক্ত হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সবশেষ গত ৬ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যুক্ত ছিলেন।

নিউইর্য়কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর শেষে গত ১ অক্টোবর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুই দিনের যাত্রাবিরতির পর ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান তিনি।

নিউইয়র্কে অবস্থানকালে গত ১৯ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অংশগ্রহণের সাইড লাইনে অনুষ্ঠিত বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আলোচনা সভায় অংশ নেন। একই সময়ে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করে বাংলায় ভাষণ দেন তিনি।

ভয়েসটিভি/এএস

You may also like