Home জাতীয় দেশের ইতিহাসে প্রথম ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক

দেশের ইতিহাসে প্রথম ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক

by Amir Shohel
প্রথম ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক

কেভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির মধ্যে ১৩ জুন সোমবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো হলো ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক। বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়ে পৌনে ১টার দিকে শেষ হয়। এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

বৈঠকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন প্রান্তে শেখ হাসিনা ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে সাতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

আজকে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা সচিবালয়ে ছিলাম, প্রধানমন্ত্রী তার ওখানে ছিলেন।’

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হলো জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক বলেন, ‘আজ বেলা ১১টায় মন্ত্রিসভা বৈঠক শুরু হয়, এটি ভার্চুয়ালি হয়েছে। দিস ইজ ফার্স্ট টাইম, এভাবে মিটিং হলো।’

সচিবালয় প্রান্তে ভিডিও কনফারেন্সের মধ্যমে যুক্ত ছিলেন- কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসব মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

সাধারণত প্রতি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সচিবালয়ে দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম অর্থাৎ মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে উপস্থিত থাকেন।

কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে এর আগে গেল মাসের ৮ তারিখে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক হয়। এরপর অবশ্য ১১ জুন বাজেট অনুমোদনের বিশেষ মন্ত্রিসভা বৈঠক হয়।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস

You may also like