Home ভিডিও সংবাদ করোনা আতঙ্কের মধ্যেই বাড়ছে মশার প্রাদুর্ভাব (ভিডিও)

করোনা আতঙ্কের মধ্যেই বাড়ছে মশার প্রাদুর্ভাব (ভিডিও)

by Amir Shohel
মশার প্রাদুর্ভাব

মাদারীপুর : করোনা আতঙ্কের মধ্যেই মাদারীপুরে জলাবদ্ধতা ও দীর্ঘদিন ড্রেন পরিস্কার না করায় মশার প্রাদুর্ভাব বেড়েছে বলে অভিযোগ সচেতন নাগরিক কমিটির। এতে করে ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ। এদিকে, মশক নিধনে বিভিন্ন কার্যক্রম চলছে বলে দাবি করেছেন পৌর মেয়র।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মাদারীপুর পৌরসভার বেশিরভাগ স্থানেই রয়েছে খোলা ড্রেন। আর পানি নিষ্কাশনের নর্দমা দীর্ঘদিন পরিস্কার না করায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। এ কারণে বিভিন্ন নালা-নর্দমা জন্ম হচ্ছে মশার লার্ভা। বাস করছে মশা। পানি জমে মশার উপদ্রব বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, মশক নিধনে পৌর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। তাই ডেঙ্গু ও চিকনগুনিয়ার মত ভয়াবহ রোগ ছড়িয়ে পড়তে পারে বলে তাদের আশঙ্কা। সচেতন নাগরিক কমিটি (সনাক) বলছে, বদ্ধ ড্রেন অপসারণে পৌরসভার পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার মানুষদের এগিয়ে আসতে হবে ।

এদিকে পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদের দাবি, করোনা পরিস্থিতিতেও চলছে মশক নিধনের বিভিন্ন কর্মসূচি।

 

সম্পাদনা : আমির সোহেল

You may also like