Home অর্থনীতি দাম কমাতে হিলি স্থলবন্দরে বাড়ছে মসলার আমদানি

দাম কমাতে হিলি স্থলবন্দরে বাড়ছে মসলার আমদানি

by Newsroom
মসলার আমদানি

দিনাজপুর: বিভিন্ন দেশ থেকে মসলা জাতীয় পণ্য আমদানি হলেও করোনা ভাইরাসের কারণে জাহাজ না আসায় সেসব দেশ পণ্যের এলসি নেয়া হতো না। এছাড়া করোনা মহামারী ঠেকাতে দেশে টানা ৬৬ দিন সাধারণ ছুটি আর ভারতে লকডাউনের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই মাসেরও বেশি সময় আমদানি-রপ্তানি বন্ধ ছিলো।

এতে বেড়ে যায় মসলার দাম।এমন সংকট থাকলে কোরবানি ঈদের আগে আরেক ধাপ দাম বাড়তে পারে বলে ধারণা করছে ব্যবসায়ীরা।তাই দাম নাগালের মধ্যে রাখতে মসলা আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ।

মসলা আমদানিককারক হারুন উর রশিদ জানান, দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে মসলা জাতীয় পণ্যের সরবরাহ কমে যায়।বাজারে চাহিদা থাকা সত্বেও সরবরাহ না থাকায় মসলার দাম বেড়ে যায়।

কয়েকজন খুচরা বিক্রেতার সাথে আলাপকালে জানা যায় আমদানি শুরু হওয়ার পর থেকে বাজারে কমতে শুরু করে মসলার দাম।আর আমাদানি বাড়ালে কোরবানি ঈদে মসলার সংকট হবে না বলে আশা ব্যবসায়ীদের।

হিলি স্থল শুল্ক স্টেশন সহকারী কমিশনার মো. আব্দুল হান্নান ভয়েস টিভিকে জানান, স্বাস্থ্যবিধি মেনে গত ৮ জুন থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়।কোরবানির ঈদে মসলার দাম সহনীয় পর্যায়ে রাখতে ভারত থেকে মসলার আমদানি বাড়ানো হয়েছে। প্রতিদিন হিলি স্থলবন্দর দিয়ে জিরা, কালো জিরা, আদা, শুকনো মরিচ, মেথি, হলুদসহ বিভিন্ন ধরনের মসলা জাতীয় পণ্যের আমদানি হচ্ছে।এসব মসলা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

ভয়েসটিভি/প্রতিবেদক/হ্যাপি/দেলোয়ার

You may also like