Home ভিডিও সংবাদ মহাসড়কে অবৈধ যানবাহনের দাপটে বাড়ছে দুর্ঘটনা

মহাসড়কে অবৈধ যানবাহনের দাপটে বাড়ছে দুর্ঘটনা

by Newsroom

ঠাকুরগাঁও মহাসড়কে দিন দিন বেড়েই চলেছে অবৈধ যানবাহনের সংখ্যা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও এসব যানবাহনের চালকদেরও নেই কোনো লাইসেন্স। এতে প্রতিনিয়ত মহাসড়কে তৈরি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ।

এ মহাসড়কে প্রতিদিনই চলছে হাজারো দূরপাল্লার গাড়ি। পাশাপাশি এই মহসড়ক দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার অবৈধ নছিমন, করিমন, ভটভটি, ট্রাক্টর, অটোরিকশাসহ ব্যাটারি চালিত ভ্যান।

ধীরগতির এসব যানের কারণে মহাসড়কে দুরপাল্লার যানবাহন চলাচলে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। এতে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, মারা যাচ্ছে যাত্রী ও পথচারী। এসব অবৈধ যান চলাচল বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হলেও কোনো নিষেধাজ্ঞাই মানছে না চালকরা। তবে আইনের সঠিক বাস্তবায়ন হলে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ হবে বলে মনে করেছে স্থানীয়রা।

অবৈধ যান চলাচলে সরকারের নিষেধাজ্ঞা দ্রুত বাস্তবায়নের দাবি জানালেন সুশাসনের জন্য নাগরিকের ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ।

এদিকে জেলা পুলিশ সুপার জানালেন, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নতুন আইনটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

মহাসড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের নিয়মিত অভিযান আর সচেতনামূলক প্রচারণাই দ্রুত আইনটি কার্যকরে সহায়তা করবে বলে প্রত্যাশা ঠাকুরগাঁওবাসীর।

ভয়েসটিভি/ডিএইচ

You may also like