Home ভিডিও সংবাদ পদ্মা-যমুনার পানি বিপদসীমার উপরে

পদ্মা-যমুনার পানি বিপদসীমার উপরে

by Amir Shohel
মানিকগঞ্জ

মানিকগঞ্জ : পদ্মা ও যমুনায় পানি বাড়ায় মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘিওর, দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলাগুলোতে পানির প্রবল স্রোতে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে রাস্তা ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

জানা গেছে, ওই চার উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১০ হাজার মানুষ। গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। বিপাকে পড়েছে গৃহপালিত পশু নিয়ে। যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জেলা প্রশাসন এস এম ফেরদৌস জানান, জেলার ৬৮৮টি পরিবার নদী ভাঙনের কবলে পড়েছে। এই ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্যে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। এগুলো তাদের কাছে পৌঁছে দেয়া হবে।

ভয়েসটিভি/প্রতিবেদক/এএস

You may also like