Home জাতীয় কলকাতার গেস্ট হাউসে আগুন লেগে মারা গেছে ১ বাংলাদেশি

কলকাতার গেস্ট হাউসে আগুন লেগে মারা গেছে ১ বাংলাদেশি

by Roman Kabir

ভারতের কলকাতায় ভয়াবহ আগুন লেগে মারা গেছেন এক বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় আরও এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন।

১২ মার্চ শনিবার কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ভারতীয় সময় ভোর ৪টা নাগাদ আগুন লাগে মির্জা গালিব স্ট্রিটের রাহবার গেস্ট হাউসে। সেখানে বেশ কয়েকজন বাংলাদেশি ছিলেন। সবাই এসেছিলেন কলকাতায় চিকিৎসার জন্য। আগুনের ধোঁয়ায় তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান।

আরও পড়ুন: ৭৫ বিয়ে, ২০০ নারী কলকাতায় পাচার : আটক যশোরের মনির

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাংলাদেশির নাম সামিমাতুল আরোস (৬০)। বাড়ি বাংলাদেশে। আহত হয়েছেন মেহতাব আলম (৪২) নামের আরও এক বাংলাদেশি। তাঁর চিকিৎসা চলছে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভারতীয় নাগরিক মইনুল হকও (৩৫) আহত হন।

জানা যায়, নিউমার্কেট থানার মির্জা গালিব স্ট্রিটের এ ঘটনায় মোট ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) রূপেশ কুমার এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

দমকল সূত্রে জানা গেছে, তাদের তিনটা ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকলবাহিনী।

কলকাতায় বাংলাদেশি উপদূতাবাস জানিয়েছে, তারা কলকাতা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সব রকম সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

ভয়েসটিভি/আরকে

You may also like