Home বিনোদন বাংলাদেশ সুন্দরীর মুকুট জেতা কে এই মিথিলা

বাংলাদেশ সুন্দরীর মুকুট জেতা কে এই মিথিলা

by Shohag Ferdaus
মিথিলা

তানজিয়া মিথিলা নামটি বেশ কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছে। বাংলাদেশের এই মডেল চুপি চুপি বলিউডের একটি সিনেমায় অভিনয় করে এসেছেন। এবার তার মাথায় উঠল ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’–এর মুকুট। শিরিন শিলার পর এবার মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন তানজিয়া মিথিলা। কিন্তু কে এই মিথিলা।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় তানজিয়া মিথিলা যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
৩ এপ্রিল শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে তার মাথায় মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী ও মডেল চিত্রাঙ্গদা সিং। তিনি বিশেষ বিচারকের দায়িত্বও পালন করেছেন। এদিন মূল বিচারক হিসেবে ছিলেন প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার, গৌতম সাহা, বিদ্যা সিনহা মিম, রিয়াজ ইসলাম, সারা সুলেমান ও তাহসান খান।

মিথিলা বেশ কয়েক বছর ধরে মডেলিং করছেন। বাংলাদেশি মডেল এ অভিনয়শিল্পী ইতোমধ্যে ‘রোহিঙ্গা’ নামে বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন। ২০২০ সালে লকডাউন শুরুর আগে ভারতের বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শেষ হয়েছে।

‘রোহিঙ্গা’ ছবির পরিচালক হায়দার খান মূলত আলোকচিত্রী। বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন হায়দার। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলার ছবি দেখে তিনি বলেছিলেন, ‘তোমার চেহারাটা ইউনিক। আমি তোমার সঙ্গে কাজ করতে চাই।’ মিথিলাও জবাবে বলেছিলেন, ‘অবশ্যই।’

‘রোহিঙ্গা’ ছবিতে শুটিংয়ের প্রথম দিনে পরিচালকসহ ইউনিটের অনেকে বলেছিলেন, ‘তোমাকে তো তরুণ মনীষা কৈরালার মতো দেখতে।’ এ কথা শুনে খুবই খুশি হয়েছিলেন মিথিলা। এ সিনেমায় আরাকান ও হিন্দি—দুই ভাষায় কথা বলতে দেখা যাবে তাকে।

মুকুট জয়ের পর মিথিলা লিখেছেন, ‘আপানাদের ভালোবাসা আর সমর্থনের কারণেই সম্ভব হয়েছে। অবশেষে আমি আমার জীবনের অন্যতম সেরা সফলতা অর্জন করতে পারলাম। এখনো অনেক পথ বাকি। দেশ আর দেশের মানুষের জন্য অনেক কিছু করার আছে।’

ভয়েস টিভি/এসএফ

You may also like