Home বিনোদন মুক্তি পেলো “আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ট্রেইলার

মুক্তি পেলো “আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ট্রেইলার

by Amir Shohel

দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের নির্মিত “আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ট্রেইলার মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটির ট্রেইলার ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় ভয়েস টিভির ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার ও “আগস্ট ১৯৭৫” সিনেমার পরিচালক মোঃ সেলিম খান।

“আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ট্রেইলার প্রকাশের পর তিনি জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা ও দাফনের প্রেক্ষাপটে হৃদয়বিদারক ঘটনা ও ঘাতকদের চক্রান্ত তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। সিনোমার কাজ অনেক আগে শেষ হলেও করোনা ভাইরাসের কারণে দেশের সিনেমা হল বন্ধ থাকায় এতো দিন পূর্ণাঙ্গ ট্রেইলার প্রকাশ ও সিনেমা রিলিজের বিষয়ে সিদ্ধান্ত নেয়া যায়নি।

তিনি আরও জানান, অবশেষে দেশের সিনেমা হল খোলায় “আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রটি দর্শকদের জন্য মুক্তি পেতে যাচ্ছে। এরই অংশ হিসেবে চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ট্রেইলার প্রকাশ করা হলো।

ভয়েস টিভিতে ট্রেইলরটি রিলিজের সঙ্গে সঙ্গে দেশের যে কোনো টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং অনলাইন মিডিয়ায় ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হলো বলেও জানান প্রযোজক মোঃ সেলিম খান।

ভয়েসটিভি/এএস

You may also like