Home জাতীয় মুভমেন্ট পাসের অপব্যবহার, গুণতে হচ্ছে জরিমানা

মুভমেন্ট পাসের অপব্যবহার, গুণতে হচ্ছে জরিমানা

by Shohag Ferdaus

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। সাধারণ মানুষকে লকডাউন মানাতে মাঠে সরব আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সাধারণ মানুষকে বাইরে বের হতে নিতে হচ্ছে পুলিশ প্রদত্ত মুভমেন্ট পাস। গত দুই দিনে পুলিশের এ মুভমেন্ট পাস নিতে প্রায় ১৬ কোটি আবেদন জমা পড়েছে। এর মধ্যে তিন লাখ ১৬ হাজার ৮০১টি পাস ইস্যু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এই বিপুল সংখ্যক আবেদন দেখেই বোঝা যায় অপ্রয়োজনীয় প্রচুর আবেদন জমা পড়ছে। আর যেসব আবেদন গ্রহণ করে ইস্যু করা হয়েছে এর মধ্যেও কিছু মানুষ অপ্রয়োজনে বা কম গুরুত্বপূর্ণ কাজে বের হচ্ছেন। তবে মুভমেন্ট পাস থাকলেও বাইরে বের হলে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে। এসময় পাসের অপব্যবহারের ফলে অনেককে গুণতে হচ্ছে জরিমানা।

১৪ এপ্রিল লকডাউনের প্রথম দিনে উত্তরা থেকে পাস নিয়ে মালিবাগ শিং মাছ কিনতে যাচ্ছিলেন এক ব্যক্তি। উত্তরা থেকে ১৫ কিলোমিটার মোটরসাইকেলে চড়ে তিনি মালিবাগ শিং মাছ কিনতে যাচ্ছিলেন। একথা পুলিশের কাছে অবিশ্বাস্য মনে হওয়ায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনের পুলিশ চেকপোস্টের।

এদিকে ১৫ এপ্রিল শাহ আলম নামে একজন অনলাইনে পোশাক বিক্রি করেন। লকডাউনের মধ্যে পুলিশের মুভমেন্ট পাস নিয়ে মেয়েদের ওড়না ডেলিভারি দিতে যাচ্ছিলেন তিনি। এ সময় শাহবাগ মোড়ে মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছিলেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। ম্যাজিস্ট্রেট শাহ আলমকে ১০০০ টাকা জরিমানা করে।

শুধু শিং মাছ কিনতে বা ওড়না ডেলিভারি দিতে নয় এমন আরও হরেক অযুহাতে পুলিশের মুভমেন্ট পাস নিয়ে বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ। আর পুলিশের বিবেচনায় মুভমেন্ট পাসের অপব্যবহার একদমই কাম্য নয়, তাই গুণতে হচ্ছে জরিমানা।

তবে এসব জরিমানা শুধু যারা প্রাইভেটকার, মাইক্রো বা মোটরসাইকেলের মতো ব্যক্তিগত যান ব্যবহার করছেন তাদেরই করা হচ্ছে। দরকার ছাড়া হেঁটে বা রিকশায় চড়ে যারা বের হয়েছেন তাদের পাস না থাকলে বাসায় ফিরিয়ে দেয় পুলিশ।

আরও পড়ুন: মুভমেন্ট পাস পেতে ১৬ কোটি আবেদন

ভয়েস টিভি/এসএফ

You may also like