Home জাতীয় দুই দেশে ঢুকতে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন মুরাদ

দুই দেশে ঢুকতে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন মুরাদ

by shahin
মুরাদ

কানাডা ও দুবাই দুই দেশে ঢুকতে না পেরে দেশে ফিরেছেন সদ্য বিদায়ী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি । রোববার বিকেলে তিনি দেশে ফিরেন। ১২ ডিসেম্বর রোববার এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিজনেস ক্লাসের যাত্রী হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর মুরাদ হাসান দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু দুবাইয়ের ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে আসেন তিনি।

এদিকে করোনার ডাবল ডোজ টিকার সনদ না থাকায় ডা. মুরাদ হাসান কানাডা ঢুকতে পারেননি বলে জানা গেছে। প্রশ্ন উঠেছে, ভ্যাকসিন সার্টিফিকেট ও কোভিড প্রোটোকল না মেনে মুরাদ কীভাবে ঢাকা বিমানবন্দর থেকে কানাডায় গেলেন?

সম্প্রতী প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান গত শুক্রবার ১০ ডিসেম্বর ডা. কানাডা পৌঁছালে বিমানবন্দরে থেকেই দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকার অনুমতি দেয়নি। এর পর তিনি দুবাই চলে আসেন । দুবাই চেষ্টা করেন প্রবেশের। কিন্তু ভিসা জটিলতায় তাও সম্ভব হয়নি ।

অশালীন, শিষ্টাচারবহির্ভূত  নানা বক্তব্য ও মন্তব্যের এবং জনপ্রিয় এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ হাসানকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। সেদিন রাতেই  পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর পর তিনি দ্রুত কানাডা যাওয়ার চেষ্টা করেন । কিন্তু কানাডা প্রবেশের অনুমতি মিলেনি । পরে চেষ্টা করেন দুবাই যাওয়ার , সেখানেও ব্যর্থ হন । এর পর ফিরে আসেন দেশে ।

ভয়েস টিভি/ডি

You may also like