Home জাতীয় ঢাকায় মুষলধারে বৃষ্টি, দূর হয়নি জলাবদ্ধতা

ঢাকায় মুষলধারে বৃষ্টি, দূর হয়নি জলাবদ্ধতা

by Newsroom

ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার দিবাগত মধ্যরাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ২০ জুলাই সোমবার ভোর ৬টা পর্যন্ত প্রায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে জলাবদ্ধতার তৈরি হয়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে ফার্মগেটের পশ্চিম তেজতুরী বাজারেও। সেখানকার বেশ কিছু বাসার নিচতলা ও আশেপাশের দোকানপাটে পানি ঢুকে গেছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জলাবদ্ধতা দূর হয়নি। এতে এ এলাকায় মানুষেরা পড়েছেন ভোগান্তিতে। রিকশাচালক, সবজি বিক্রিতাসহ নিম্নআয়ের মানুষজন পরনের কাপড় ভিজিয়েই তাদের দৈনন্দিন কাজ অব্যাহত রেখেছেন। এ ছাড়া কর্মজীবীদের অনেকে ভিজেই কর্মক্ষেত্রে গেছেন। আবার অনেকে জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারছেন না।

এমন একজন পশ্চিম তেজতুরী বাজারের ভাড়াটিয়া সোহেল রানা। তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজে তার মা ভর্তি। তাকে দেখতে যাওয়ার জন্য সকাল ৮টায় বাসা থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচেও নামতে পারিনি। দেখেন সিঁড়ি পর্যন্ত পানি চলে আসছে। নিচতলার বাসায় পানি ঢুকে গেছে। বাসার সামনে কোমর সমান পানি। তাই আর যাওয়া হয়নি।।


তার দাবি, বেলা ১১টা বাজতে শুরু করল, কিন্তু এখনও পানি সরছে না। অন্য সময় পানি চলে যায়। তবে আজকে পানি সরছে না।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/ডিএইচ

You may also like