Home জাতীয় করোনায় দেশে মৃত্যু কমেছে

করোনায় দেশে মৃত্যু কমেছে

by Shohag Ferdaus
প্রায়

দেশে করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জন মারা গেছেন। গতকাল শুক্রবার ৩২, বৃহস্পতিবার ২১ এবং বুধবার ৩৩ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। সেই তুলনায় ৩ অক্টোবর শনিবার মৃত্যু কিছুটা কমেছে।

৩ অ‌ক্টোবর শ‌নিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী পাঁচজন। ২০ জনের মধ্যে হাসপাতালে ১৭ জন ও বা‌ড়ি‌তে তিনজনের মৃত্যু হয়। দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৩২৫ জনের।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৩১২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ৯ হাজার ৫৫৪টি।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৮২জন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৭ হাজার ৫৬৫ জনে।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৪২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮০ হাজার ৬৯ জনে।

ভয়েস টিভি/এসএফ

You may also like