Home জাতীয় মৃত্যু ৪, শনাক্ত ২৯৭

মৃত্যু ৪, শনাক্ত ২৯৭

by Imtiaz Ahmed
করোনা
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩৮ জনে।
এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৯৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জনে।
বুধবার ১৫ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৩১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৮ হাজার ১৫৩টি নমুনা।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।
প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৩ জন পুরুষ, একজন নারী। একজন করে মারা গেছেন ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

You may also like