Home ভিডিও সংবাদ মেঘনার তীব্র ভাঙ্গনের আশংকায় কয়েকশ’ ঘরবাড়ি (ভিডিও)

মেঘনার তীব্র ভাঙ্গনের আশংকায় কয়েকশ’ ঘরবাড়ি (ভিডিও)

by Newsroom
মেঘনার ভয়াল ভাঙ্গনে

ভোলা: জেলার অন্যতম ব্যবসা কেন্দ্র হাকিমুদ্দিন বাজার। দিন দিন ব্যবসা-বাণিজ্য বেড়ে যাওয়ায় শত বছরের পুরানো এই বাজারের নাম ছড়িয়ে পড়ে গোটা জেলায়। বর্তমানে মেঘনার তীব্র ভাঙ্গনে যেকোনো সময় বিলীন হতে পারে এই বাজারসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা।

সেইসাথে বিলীন হতে পারে কয়েকশ’ ঘরবাড়ি। এরইমধ্যে অনেকেই হারিয়েছেন বসতভিটা। কেউ চলে গেছে অন্য স্থানে। দ্রুত ভাঙ্গন বন্ধ করতে না পারলে হাকিমুদ্দিন লঞ্চঘাট, কয়েকটি স্কুল-মাদ্রাসা ও মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও বিলীন হতে পারে।

তবে শিগগির ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (পাউবো-১) মো: আসিকুর রহমান  জানান, মেঘনার ভাঙ্গন বন্ধে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে ।

এদিকে মেঘনার ভাঙ্গন থেকে শিগগির পুরানো এই বাজারটির পাশাপাশি বসতবাড়ি রক্ষার দাবি এলাকাবাসীর।

সম্পাদনা : সুফল/দেলোয়ার

 

You may also like