Home জাতীয় মেয়র তাপসের নামে আইডি খোলায় দুজন গ্রেফতার

মেয়র তাপসের নামে আইডি খোলায় দুজন গ্রেফতার

by Newsroom
মেয়র

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভূয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণা করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতাররা হলেন, মো. জাকারিয়া ও মো. একরামুল হক ওরফে রাজু।

অভিযানে তাদের কাছ থেকে একটি স্মার্ট ফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত একটি বিকাশ একাউন্ট নাম্বারের সীম উদ্ধার করা হয়। এছাড়াও মেয়র শেখ ফজলে নূর তাপস এর নামে একটি ভুয়া ফেইসবুক আইডি ‘Shekh Fazle Noor Taposh’ লগইন অবস্থায় পাওয়া যায়।

১২ জানুয়ারি মঙ্গলবার ডিএমপির ডিবি কার্যালয়ের গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

তিনি বলেন, গ্রেফতার জাকারিয়া মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া আইডি খুলে নিজেকে মেয়র পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে চাকরি দেয়ার প্রলোভন দেখাতো। এমন অভিযোগে গত সোমবার রংপুর ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

এর আগে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভূয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে ১ জানুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মেয়রের এপিএস মনিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

গোয়েন্দা পুলিশ ঐ মামলার তদন্ত হাতে পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি গ্রেফতারে অভিযান শুরু করে। তদন্তে প্রমাণ পেয়ে সাইবার ইনভেস্টিগেশন টিম দুই আসামীকে গ্রেফতার করে।

তিনি আরো বলেন, আসামি জাকারিয়া ও একরামুল এভাবে বিভিন্ন লোকজনকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। ফেসবুকে জাকারিয়া ফাঁদ তৈরি করতেন। আর টাকা সংগ্রহের কাজ করতেন তার সহযোগী একরামুল হক। বিকাশ নম্বরটি একরামুলের নামে রেজিস্ট্রেশন করা ছিলো।

সংবাদ সম্মেলনে মেয়রের ফেইসবুক হ্যাক করে প্রতারণার ঘটনায় লালবাগ থানায় অপর একটি মামলার বিষয়ে একেএম হাফিজ আক্তার বলেন, অপর একটি চক্র বিভিন্ন লোভনীয় অফার দেখিয়ে ফিশিং লিংক তৈরি করে টার্গেটকৃত ফেইসবুক আইডির ম্যাসেঞ্জারে (বিশেষ করে মহিলাদের) পাঠায়।

পাঠানো লিংকে ক্লিক করে পাঠানো নির্দেশনা অনুযায়ী তথ্য দিতে বলা হয়। সেখানে ক্লিক করলেই ভুক্তভোগীর ফেসবুক আইডিটি চক্রের সদস্যদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর থেকে ভুক্তভোগীর ফেসবুক আইডির বন্ধুদের ম্যাসেঞ্জারে নক করে বিভিন্ন অযুহাতে টাকা ধার চায়।

টাকা পাঠানোর জন্যে অনুরোধ জানিয়ে নিজের বিকাশ নাম্বার দেয় চক্রটি। এভাবে ফেসবুক আইডি হ্যাক করে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো এই প্রতারকরা। এ চক্রের এক সদস্যকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ জানান, গত ১০ জানুয়ারি ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল থানা এলাকা থেকে ফেইসবুক হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এসময় হ্যাকিং এ ব্যবহৃত একটি কম্পিউটার, বিকাশে টাকা সংগ্রহ ও হ্যাকিং এ ব্যবহৃত দুটি স্মার্ট ফোন, বিভিন্ন অপরেটরের সাতটি সিম উদ্ধার করা হয়। এনিয়ে তাদের বিরুদ্ধে লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেইসবুক আইডি নিরাপদ রাখতে সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার ও পরিচিত ব্যক্তি ব্যতীত অপরিচিতদের পাঠানো ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট না করার জন্যে অনুরোধ জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন : ফেসবুকে প্রতারণার নানা ফাঁদ (পর্ব-৪)

ভয়েস টিভি/এমএইচ

You may also like