Home ভিডিও সংবাদ মোংলায় চিংড়ি ঘের তলিয়ে ৬ কোটি টাকার ক্ষতি

মোংলায় চিংড়ি ঘের তলিয়ে ৬ কোটি টাকার ক্ষতি

by Amir Shohel
মংলা

বাগেরহাট : ভারি বৃষ্টিপাত ও জোয়ারের পানি বাড়ায় তলিয়ে গেছে বেড়ি বাঁধ, রাস্তাঘাটসহ মোংলার বিভিন্ন নিচু এলাকার কয়েক হাজার চিংড়ি ঘের ও মাছের পুকুর। এতে প্রায় ৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় মোংলার বেড়ি বাঁধ এবং রাস্তাঘাট প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের, ভেসে গেছে পুকুরের মাছও। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি সংশ্লিষ্টদের।

ঘের এবং পুকুর তলিয়ে যাওয়ায় দিশেহারা ঘের মালিকেরা। একই সঙ্গে ভেঙ্গে যাওয়া ঘেরের বেড়ি বাঁধ সংস্কারের কাজও করছেন তারা। তাদের একমাত্র উপার্জনের উৎস চিংড়ি ঘের।

আম্পানের হওয়া ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবার এই ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব নয় জানান চিংড়ি চাষীরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ক্ষতিপূরণ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ পাঠানো হয়েছে।

সরকারি সহায়তা পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব, এমনটাই প্রত্যাশা ঘের মালিকদের।

ভয়েস টিভি/এএস

You may also like