Home জাতীয় যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

by Amir Shohel
ট্রাকচাপায়

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইফতিখার ইফতি (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত বড়ুয়া (১৮) নামে আরেক শিক্ষার্থী।

৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে যাত্রাবাড়ীর মানিকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইফতিকে মৃত ঘোষণা করেন।

তাদের সহপাঠী আব্রারুল হক জানান, ইফতি ও অনন্তের বাসা বাসাবো ও কদমতলা এলাকায়। ইফতি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার বাবার নাম মো. খলিল। অনন্ত নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

তিনি আরও জানান, সকালে দু’জন মোটরসাইকেল নিয়ে বের হয়। ঘটনার সময় ইফতি মোটরসাইকেল চালাচ্ছিল। পরে যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত অনন্তের দুই পা ও হাতে আঘাত লেগেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভয়েসটিভি/এএস

You may also like