Home ভিডিও সংবাদ লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

by Newsroom

ভোলা: ভোলার ইলিশা ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় । মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব। সরজমিনে ঘুরে দেখা যায় ঘাটে নেই জীবানুনাশক স্প্রেও। এতে করোনা সংক্রমনের ঝুঁকি বাড়ছে।

ভোলার সাথে রাজধানী ঢাকা ও লক্ষীপুর সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম একটি সহজ রুট ভোলার ইলিশা-লক্ষীপুর রুট।

ইলিশা ঘাটেই রয়েছে ৩ টি ঘাট। গন্তব্যে যেতে যাত্রীরা এ রুটটি ব্যবহার করছে। সামাজিক দুরত্ব না মেনেই গাদাগাদি করে লঞ্চে উঠছেন যাত্রীরা।

ঈদের পর কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় করোনা ঝুঁকির আশংকা করছেন এলাকাবাসী। তবে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানাতে সব ধরনের চেস্টা অব্যাহত রয়েছে বলে দাবি করে বিআইডব্লিটিএর কর্মকর্তারা।

ভয়েস টিভি/ ভোলা প্রতিনিধি/ টিআর

You may also like