Home ভিডিও সংবাদ যুবলীগের পক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিলেন নিখিল

যুবলীগের পক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিলেন নিখিল

by Amir Shohel

চাঁদপুর : বন্যা ও করোনায় অসহায় হয়ে পড়েছে নিন্ম আয়ের সাধারণ মানুষ। সেই দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় পরিবারের পাশে থাকতে অনুরোধ জানিয়েছেন নেতা-কর্মীদের। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশসহ যুবলীগের নেতা-কর্মীরা কাজ করছে মাঠে। কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে যুবলীগ।

কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, কোভিড-১৯ কর্মহীন পরিবারদের জন্য খাদ্য সহায়তা, বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর উপহার পৌছে দেয়া, রোগী যাতায়তের জন্য গাড়ি, ডাক্তার ও সাংবাদিকসহ নিরাপত্তা কর্মীদের জন্য মাক্স, পিপিই, স্যানেটাইজার, নগদ অর্থ, রান্না করা খাবার থেকে শুরু করে না ধরনের উদ্যোগ নিয়েছে যুবলীগ।

তিনি ২৪ জুলাই শুক্রবার সকালে চাঁদপুরের মতলবে ৫ হাজার পরিবারের মাঝে সাত এলাকায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার, দূর্গাপুর গুচ্ছ গ্রাম আশ্রয় কেন্দ্রে বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলার ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, যুবলীগ নেতা ইন্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, গোলাম রাব্বানী পাপ্পু, জেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যন্টু দাস, ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

ভয়েসটিভি/প্রতিবেদক/এএস

You may also like