Home বিনোদন দেড় যুগ পর আবারো রবী ঠাকুরের গল্পে ঐশ্বরিয়া

দেড় যুগ পর আবারো রবী ঠাকুরের গল্পে ঐশ্বরিয়া

by Newsroom
রবী ঠাকুরের গল্পে

২০০৩ সালে রবী ঠাকুরের ‘চোখের বালি’ চলচ্চিত্রে‘ অভিনয় করেছিলেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই। পেয়েছিলেন বাঙালিসহ নানা শ্রেণির মানুষের শ্রদ্ধা-ভালোবাসা। তার প্রায় ১৮ বছর পর ফের রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে ‘থ্রি লেটার’ নামের চলচ্চিত্রে কাজ করবেন ঐশ্বরিয়া। এ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়াকে ।

‘থ্রি লেটার’ পরিচালনা করবেন বাঙালি কন্যা ঈশিতা গঙ্গোপাধ্যায়। তিনি একাধারে ফিউশন কণ্ঠশিল্পী ও নাট্যকার। এটি হতে যাচ্ছে ঈশিতার প্রথম চলচ্চিত্র। গণমাধ্যমকে ঈশিতা বলেছেন , ‘শুরুতে ছবিটির নাম ছিল ‘থ্রি উইমেন’। পরে নাম বদলে রেখেছি ‘থ্রি লেটার’। কারণ, ছবিটা রবীন্দ্রনাথ ঠাকুরের বউদি কাদম্বরী দেবীর চিঠি নিয়ে।’

ঐশ্বরিয়াকে ছবির প্রধান চরিত্রের অভিনেত্রী হিসেবে পেয়ে ভীষণ খুশি ঈশিতা। তিনি বলেন, ‘আমি খুব খুশি। কারণ, ঐশ্বরিয়া ছবিটা করতে রাজি হয়েছেন। তাঁর মতো শিল্পীকে নিয়ে প্রথম ছবি করতে পারাটা অন্য রকম আনন্দের।’

আরও পড়ুন : অভিনেত্রীর নামে নেদারল্যান্ডসে ফুল লন্ডনে মোমের মূর্তি

এটি ইংরেজি ভাষায় নির্মিত হবে। ২০০৪ সালের ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর পর আবারও ইংরেজি ভাষায় অভিনয় করতে চলেছেন বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া। ‘ঘরে বাইরে’র বিমলা এবং ‘নষ্টনীড়’-এর চারুলতার সঙ্গে নতুন বৌঠান কাদম্বরী দেবীকে মিলিয়ে তৈরি হবে ‘থ্রি লেটার’ ছবিটি।

পরিচালক ঈশিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার পরিকল্পনা ছিল, হিন্দি ভাষায় তিনি এই ছবি বানাবেন। মহামারি করোনার সময়ে প্রথমবার ঐশ্বরিয়ার সঙ্গে এই ছবির চিত্রনাট্য নিয়ে কথা বলি। তখনই বিশ্বসুন্দরীর পরামর্শ ছিল, এই ছবি বৃহত্তর দর্শকের জন্য ইংরেজি ভাষাতেই বানানো হোক। সেই পরিকল্পনাই বাস্তবায়িত করতে চাই।’

ভারত এবং আমেরিকার যৌথ প্রযোজনায় তৈরি হবে ‘থ্রি লেটার’। গায়িকা, নাট্যকার ঈশিতা তার লেখা একটি ‘মিউজিক্যাল’ অবলম্বনে এই ছবিটি বানাচ্ছেন। রবীন্দ্র-অনুষঙ্গযুক্ত তিন নারীচরিত্রকে একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে এনে ছবির গল্প বুনেছেন ঈশিতা।

ভয়েস টিভি/ডি

You may also like